কল্যাণপুর আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে বিশেষ রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার এই বিশেষ রক্তদানের শিবির অনুষ্ঠিত হয় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মিলন আয়তনে। রক্তদান শিবির কে ঘিরে বেশ সাড়া পরিলক্ষিত হয় কল্যাণপুর এলাকায়। এদিন দিনভর ছিল এই শিবির। মূলত কল্যাণপুর অখণ্ড সংগঠনের সমস্ত ভক্ত বৃন্দরা এই শিবিরে অংশ নেন। কল্যাণপুর আঞ্চলিক অখন্ড সংগঠনের সম্পাদক দীনু ভূষণ চন্দ্র জানান, অখন্ড মন্ডলেরস্বর শ্রীশ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেব এবং তার উত্তরাধিকারী পরম পূজনীয় শ্রীশ্রী মামনি উনাদের এপ্রিল মাসে মহাপ্রয়াণ হয়েছে। ২৩ এপ্রিল মহাসমাধি দিবস পালন করা হয়েছে গোটা ভারতবর্ষে। তিনি বলেন আমাদের বর্তমানে সংঘপ্রধান শ্রী শ্রী দাদা মনি নির্দেশে জগৎ কল্যাণে তিনি বলেছেন এপ্রিল মাসে যেন রক্তদান শিবির করা হয়, প্রত্যেকটি অখন্ড মন্ডলে। তাই সমাজের কাজে লাগে জগতের কাজে লাগবে এই উদ্দেশ্যে আমরা আজকে কল্যাণপুরে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করি।
112