![](https://tv100bangla.com/wp-content/uploads/2023/03/1680181706_shreya.jpg)
সাদাকালো ছবিতেই আগুনের আঁচ। খোলা বুকে হাসিমুখে উষ্ণতা ছড়ালেন শ্রেয়া ধন্বন্তরি। ঘন কালো ভ্রু-যুগলের আধারে আধখোলা চোখ, তাতে সরল স্নিগ্ধতা। তবে বেশভূষা দেখে নিন্দকরা বললেন, “অশ্লীল!”কখনও দাঁড়িয়ে কখনও বসে। কিছু ছবিতে পরে আছেন শুধুই একটি সাদা শার্ট। ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেত্রীর উস্কোখুস্কো খোলা চুল কাঁধ বেয়ে নেমেছে বুকের একপাশে। ঢিলেঢালা শার্টের উপরের দিকের সব বোতাম খোলা। অন্তর্বাস নেই। উন্মুক্ত উচ্ছল স্তনদ্বয়ই নিন্দকদের রোষের কারণ। যদিও তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সকলেই। শার্টের নীচের দিকে অবশ্য একটি বোতাম আটকানো। দাঁড়ানো ছবিতে শার্টের একপাশ গোঁজা রয়েছে কালো স্কার্টে। সে ভাবেই ছবি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। শ্রেয়ার এই রূপ দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। কেউ বললেন, “ভাষা হারালাম!” কেউ আবার আগুনের ইমোজি এঁকে লিখলেন, “মারাত্মক!” শ্রেয়ার ‘দুঃসাহসী’ ছবি ভাইরাল সমাজমাধ্যমে।ওটিটিতে তাঁর অভিনয় আগেই মন কেড়েছিল দর্শকের। ‘স্ক্যাম ১৯৯২’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ শ্রেয়া এখন পরিচিত মুখ। তবে সাম্প্রতিক অন্তর্বাসহীন ফোটোশুটে তাঁকে নতুন রূপে আবিষ্কার করলেন অনুরাগীরা।