13
- প্রতিনিধি, বিশালগড়, ৩০ নভেম্বর।। উন্নয়নের ক্ষেত্রে শহরের সঙ্গে গ্রামের ফারাক কমিয়ে আনার কাজ করছে সরকার। এক সময় সিসি রোড, পেবার ব্লকের রাস্তা ইত্যাদি শুধু শহরে সীমাবদ্ধ ছিল। বর্তমানে গ্রামে হচ্ছে অত্যাধুনিক রাস্তা। মানুষের দুর্ভোগ রাঘবের পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন বাস্তবায়নের কাজ চলছে। বিশালগড় বিধানসভার প্রতিটি গ্রামীণ রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। বিশালগড় পৌর পরিষদ সহ বিধানসভার ১২ টি গ্রাম পঞ্চায়েত উন্নয়নের ছোঁয়ায় সেজে উঠছে। স্থানীয় বিধায়ক সুশান্ত দেব প্রতিটি নির্মাণ কাজ তদারকি করছেন। বিশালগড় বিধানসভার বাইদ্যারদিঘি পঞ্চায়েতের মনিপুরী পাড়ায় নির্মাণ হচ্ছে আধুনিক মানের পেবার ব্লকের রাস্তা। শনিবার স্থানীয় বিধায়ক সুশান্ত দেব গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নির্মীয়মান রাস্তা পরিদর্শন করেন। বিধায়ক সুশান্ত দেব জানান মানুষের কাছে আধুনিক পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এই পাড়ায় এক সময় ইটের সলিং রাস্তা ছিল। কিন্তু বর্ষাকালে এবড়ো খেবড়ো রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়েছে এই পাড়ার নাগরিকদের। এবার ব্লকের রাস্তা নির্মাণ হয়ে গেলে চিরতরে দুর্ভোগ লাঘব হবে।