48
- ধর্মনগর প্রতিনিধি।মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ বার্ষিকী ভবনের ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান পালিত হয়। উদ্যোক্তা ছিলেন এবিভিপির কর্মীবৃন্দ এবং ধর্মনগর কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা নাথ, উত্তর জেলা বিজেপি দলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডক্টর গৌতম দাস সহ বিভিন্ন কর্মকর্তারা। সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের কথায় উঠে আসে ভারতের লৌহ মানব বল্লভ ভাই প্যাটেল এর কাহিনী। ভারতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র ভাই মোদি শপথ গ্রহণের পর ভারতের প্রকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। পূর্বে ভারতবাসীকে একটা ভিন্ন সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে বুঝিয়ে মতিভ্রম করার প্রবণতা হয়েছে। এখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ভারতের বৈদিক সংস্কৃতি ও সংস্কৃতি মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে। ভারতের সংস্কৃতি যে কত সমৃদ্ধ এবং কত মহামানব এই দেশে জন্মগ্রহণ করে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কাহিনী তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জ্ঞান পরিবেশন করা হয়।