Home » ধর্মনগরের মিশন টিলায় বৃহৎস আগুন অল্পের জন্য রক্ষা পেল, স্বামী-স্ত্রী উত্তর জেলা হাসপাতালে ভর্তি ।

ধর্মনগরের মিশন টিলায় বৃহৎস আগুন অল্পের জন্য রক্ষা পেল, স্বামী-স্ত্রী উত্তর জেলা হাসপাতালে ভর্তি ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর বিদ্যুৎ ঘনিত আগুন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। রবিবার রাত অর্থাৎ সোমবার ভোররাতে দুইটা আড়াইটায় মিশন টিলার দিলীপ নাথ এবং অপর্ণা প্রচন্ড আগুন দেখতে পায়। চারজন ছিল ভেতরে। দুইজন স্বামী-স্ত্রী জানালা দিয়ে প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারেনি। অবশেষে আগুন কিছুটা কমলে দিলিপ নাথ (পঞ্চাশ বছর) এবং উনার স্ত্রী অপর্ণা নাথ কোনক্রমে ঘর থেকে বের হয়। সাথে সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থা এদেরকে তুলে নিয়ে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। দুজনেই আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদেরকে বেগতিক অবস্থায় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে জানা গেছে শর্ট-সারকিট এর জন্য দায়ী। বাগবাসা থানা ওসি ঘটনার তদন্তে রয়েছেন।

You may also like

Leave a Comment