Home » পোষণ অভিযান ২০২৪ সারা দেশে পালিত হচ্ছে।

পোষণ অভিযান ২০২৪ সারা দেশে পালিত হচ্ছে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
পোষান ভি পড়াই ভি (পিবিপিবি)- উন্নত শৈশব যত্ন ও শিক্ষার দিকে (ইসিসিই) এবং উপজাতীয়, ঐতিহ্যগত, আঞ্চলিক ও স্থানীয় খাদ্যাভ্যাস যা পুষ্টির প্রতি সংবেদনশীলতার উপর দৃষ্টি নিবদ্ধ করে এই থিমকে সামনে রেখে পালিত পোষণ অভিযান ২০২৪ সারা দেশে পালিত হচ্ছে। এ বছর ৯ই মার্চ থেকে ২৩ শে মার্চ এই পোষণ অভিযানের অঙ্গ হিসাবে পোষণ Pakhwada পালিত হয়েছে । আজ ২৯ শে মার্চ উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে ধর্মনগর দুর্গাপুর স্থিত দুর্গাপুর জে বি স্কুলে ৪০ জন অঙ্গনওয়াড়ি ছাত্র-ছাত্রী এবং গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিক আহারযুক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অভিযানের উদ্দেশ্য: শিশুদের মধ্যে স্টান্টিং প্রতিরোধ ও হ্রাস করা (0-6 বছর) শিশুদের (0-6 বছর) শিশুদের মধ্যে অপুষ্টি (কম ওজনের প্রাদুর্ভাব) প্রতিরোধ ও হ্রাস করা (6-59 মাস) ছোট শিশুদের মধ্যে রক্তাল্পতার প্রকোপ কমানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ চন্দনা দেব। নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক সৈকত দাস। উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্য দিবাকর সরকার।

You may also like

Leave a Comment