Home » আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সার্বিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা।

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সার্বিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
উত্তর জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের পুরোহিত কে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর 1 টায়। উত্তর জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর, অতিরিক্ত জেলা শাসকরা এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় উত্তর জেলায় মোট ভোটের রয়েছেন তিন লক্ষ৩১ হাজার ৩০৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ 66 হাজার ৯৯ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৫ হাজার দুই জন। প্রতিবন্ধী অর্থাৎ দিব্যঙ্গ ভোটার রয়েছেন ২৪৯৬ জন এবং 85 বছরের উপর যারা ইচ্ছা করলে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন রয়েছে ১৯২২ জন। মোট পুলিশ স্টেশন রয়েছে ৩৭২ টি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছে ৭৯৯ জন। সব মিলিয়ে ৩৭২ টি পোলিং স্টেশন রয়েছে এবং 10 শতাংশ রিজার্ভ রয়েছে। ১৭ টি পলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে ১৪ টি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং সাতটি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে। যুবকদের দ্বারা সাতটি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর জেলাতে ব্রু ভোটার রয়েছে ১০২৪৮ জন। উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোন ধরনের ভয়-ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা রয়েছে। কোন ধরনের দুরাবিসুন্দিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় তার প্রতি পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন। সাংবাদিকরা তাদের কাউন্টিং এর দিন যেসব অসুবিধার সম্মুখীন হয় তা নিয়ে জেলা শাসকের সাথে কথা বললে জেলা শাসক জানান কাউন্টিং হলে মিডিয়ার সার্বিক সুবিধা ব্যবস্থা তিনি করবেন নির্বাচন কমিশনের আদেশ অনুসারে।

You may also like

Leave a Comment