প্রতিনিধি,গন্ডাছড়া :- গত শনিবার ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গন্ডাছড়া মনোরঞ্জন দাস পাড়া চার মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার খোঁজখবর নিতে শুক্রবার গন্ডাছড়ায় ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি একে একে সনজিৎ নন্দী, জ্যোতিষ মল্লিক, প্রদীপ দাস, হরিদাস এই চার মৃত জেলে পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি বিকাশ চাকমা, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা,মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার প্রমুখরা। উল্লেখ্য গত শনিবার প্রত্যেক দিনের ন্যায় গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাস পাড়ার তিন যুবক হরিদাস(৪৫) জ্যোতিষ মল্লিক (৪৭) প্রদীপ দাস (৪৬) এবং পার্শ্ববর্তী জয় কিশোর পাড়ার সঞ্জিৎ নন্দি(৪৮) একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায়। এদিন রাত আনুমানিক নয়টা নাগাদ জলাশয়ের সদানন্দ পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে। তখন প্রান বাঁচাতে চার জেলে জলাশয়ের একটি ফিস কালচার বাক্স ঘরে আশ্রয় নেয়। যে ঘরটিতে তারা আশ্রয় নিয়েছিল সেই ঘরই তাদের চারজনের প্রাণ কেড়ে নেয়। অর্থাৎ ঘূর্ণিঝড়ে ঘরটি জলাশয়ে উল্টে যায়। এতে করে চার জনই জলের নীচে ঘরে আটকে পড়ে মারা যায়।
147
previous post