প্রতিনিধি, বিশালগড় ।। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চড়িলাম ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা, সিপাহীজলা জেলা শাসক নাগেশ কুমার বি, ডিসিএম ভাস্কর চক্রবর্তী, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিডিও রুপন দাস, এডিশনাল বিডিও অমিতাভ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জেলা পরিষদের সদস্য কাকলি ভৌমিক, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, বিএ সি চেয়ারম্যান জাকুলো দেববর্মা , সমাজসেবী রাজকুমার দেবনাথ সহ অন্যান্যরা। প্রথমে আই ই সি ব্যান্ডের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন । স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
। বিকশিত ভারত সংকল্প যাত্রার শপথ নেন অতিথি সহ উপস্থিত সবাই । বেনিফিসিয়ারিদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয় ।সবশেষে বিভিন্ন দপ্তরের স্টল গুলি ঘুরে দেখেন অতিথিরা। আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষকে বৈভবশালী করার রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৪ সালে সুশাসনের সরকার প্রতিষ্ঠা হওয়ার দেশের গরিব মানুষ অধিকার ফিরে পেয়েছে। সরকার পৌঁছে গিয়েছে ঘরে ঘরে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন উন্নয়ন নিয়ে রাজনীতি দুর্নীতি স্বজনপোষণ ছিল বিগত সরকারের নীতি। কিন্তু বর্তমান সরকার সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে অন্তিম ব্যাক্তির কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে। রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে।
চড়িলামে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত
150