Home » মোহনপুরে উন্নত ফসলের বিতরণ কৃষকদেরকৃষকের নামের আগে দরিদ্র শব্দ মুছতে চায় সরকার: রতন

মোহনপুরে উন্নত ফসলের বিতরণ কৃষকদেরকৃষকের নামের আগে দরিদ্র শব্দ মুছতে চায় সরকার: রতন

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুরে এলাকার বিভিন্ন ফার্মাস ক্লাবকে উন্নত মানের ফসলের বীজ এবং কৃষি সামগ্রী প্রদান করা হয়েছে। মোহনপুর এগ্রি সুপারেন্টেন দপ্তরের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রিক গুলো তুলে দিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুর কৃষি মহকুমা এলাকাতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, কৃষি কলেজ এবং কেভিকে যৌথভাবে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করেছে এলাকার কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে। এদিন এলাকার আলু চাষীদের দেওয়া হয়েছে আলোর বীজ, নতুন ফসল হিসেবে দেওয়া হয়েছে পেঁয়াজের বীজ এছাড়াও বিভিন্ন সবজির বীজ দেওয়া হয়েছে এলাকার কৃষকদের। এদিন কৃষি কলেজের প্রিন্সিপাল টিকে মাইতি কৃষি কলেজে উৎপাদিত পেঁয়াজ উপহার স্বরূপ মন্ত্রী হাতে তুলে দেন। তিনি দাবি করেন রাজ্যের মাটিতে পেঁয়াজ চাষ সম্ভব। যে ফসল বহিঃরাজের থেকে আনতে হয় তা বর্তমানে এই রাজ্যে উৎপাদন করা সম্ভব হয়েছে। এখন প্রয়োজন বাণিজ্যিকভাবে এই পেঁয়াজ চাষকে শুরু করার। রাজ্যের কৃষকরা এই অর্থকরী ফসল হিসেবে পেঁয়াজ চাষকে বেছে নিয়ে আর্থিকভাবে আরও ব্যাপক মুনাফা লাভ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষি কলেজের প্রিন্সিপাল। অন্যদিকে মন্ত্রী রত লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষক গ্রাম এবং গরিবকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এছাড়াও কৃষকের নামের আগে দরিদ্র শব্দ মুছে দিতে বদ্ধপরিকর সরকার। মন্ত্রী রতলাল নাথ দাবি করেন এই রাজ্যে ইতিমধ্যেই প্রতিমাসে কৃষিকাজ করে লাখ টাকা উপার্জন করার কৃষক রয়েছেন। রাজ্য সমস্ত কৃষকদের উন্নতির শিখরে পৌছে দিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এদিন কৃষকদের হাতে উন্নত মানে বীজ তুলে দিয়ে মন্ত্রী আহবান করেন কোন কৃষক এই আলুর বীজ চাষের পরিবর্তে খাবার জন্য যাতে ব্যবহার না করে। তাতে করে আলুর বিজে থাকা কীটনাশক মানবদেহের ক্ষতি করতে পারে। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর কৃষি মহকুমার সুপারেনটেন্ট রবি সরকার, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেবনাথ সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment