প্রতিনিধি কৈলাসহর:-দোষীদের গ্ৰেপ্তারের বিরুদ্ধে গিয়ে আজ সিঙ্গিরবিল এলাকার বাসিন্দারা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে।এজন্য কৈলাসহর থানায় মোতায়ন করা হয়েছে বিশাল টিএসআর বাহিনী। উল্লেখ্য,গত রবিবারে ভিকারাই পাড়া এলাকায় দ্রুত গতিতে থাকা একটি সুইফট ডিজায়ার গাড়ি পথচারী ৬ জনকে সজোড়ে ধাক্কা মারে। এতে করে মাটিতে ছিটকে পড়ে যায় ওই ছয় জন ব্যক্তি। পরবর্তী সময় স্থানীয়রা ওই ছয় জন ব্যক্তিকে চিকিৎসার জন্য সিঙিরবিল স্থিত কণিকা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্ত দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত চারজনের মধ্যে দুজনকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। অভিযোগ তখন ঐ উপস্থিত এলাকাবাসীরা ডঃ সত্যজিৎ দত্তকে বেধড়ক মারপিট চালায়।এতে করে গুরুতরভাবে আহত হয় ডঃ সত্যজিৎ দত্ত।এমনকি কনিকা মেমোরিয়াল হাসপাতালের ভিতরে প্রবেশ করে সেলাইন ওষুধ পত্র ফেলে দেয় ও একটি অ্যাম্বুলেন্স গাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়।পরবর্তী সময় গত সোমবার কণিকা মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার কৈলাশহর থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগ মূলে ৬ জনকে গ্রেফতার করে।আর তাই মেনে নিতে পারেনি সিঙ্গিরবিল এলাকার বাসিন্দারা।এলাকাবাসীদের দাবি পুলিশ কেন নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করেছে?তাদের দাবী এই ৬ জন নির্দোষ।তাই সুষ্ঠু বিচারের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সিঙ্গিরবিল গ্ৰামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানায় ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে।এছাড়া এমডিসি ধীরেন্দ্র দেববর্মা সহ শিঙ্গিরবিল এলাকার এক প্রতিনিধি দল গিয়ে কৈলাশহরের মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে’র সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন।
118