Home » রেশনে অনিয়ম ধরলেন মহকুমা শাসক

রেশনে অনিয়ম ধরলেন মহকুমা শাসক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৯ এপ্রিল।। রেশনিং ব্যাবস্থার মানোন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। প্রায় ১৩ টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে রেশনে। খাদ্য সামগ্রীর মান বেড়েছে। বিনামূল্যে চাউল পাচ্ছে নাগরিকরা। কিন্তু রেশন দোকান গুলিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। যদিও বর্তমান সরকার রেশন দোকান আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। এরজন্য আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছে সরকার। পরিষেবার মানোন্নয়নে সরকারের সদিচ্ছা থাকলেও একাংশ রেশন ডিলার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। অনিয়মের অভিযোগ উঠছে। সরকারের ভাবনার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বিভিন্ন রেশন দোকান পরিদর্শন শুরু করেছেন। শনিবার বিশালগড়ের কড়ুইমুড়া রেশন দোকানে হানা দেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের মহকুমা আধিকারিকরা। রেশন দোকানটিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে জানান মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। সতর্ক করা হয়েছে রেশন ডিলারকে। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান পর্যায়ক্রমে সবগুলি রেশনশপ পরিদর্শন করা হবে। গণবন্টন ব্যবস্থা সঠিক রাখতে হবে। নিয়ম লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান অনেকে মান্ধাতা আমলের ভাঙাচোরা ঘরে খাদ্য সামগ্রী মজুত করছে। ইঁদুর সহ পশুপাখির অবাধ বিচরণ পরিলক্ষিত হয়। এগুলো চলবে না।

You may also like

Leave a Comment