Home » প্রান্তিক এবং গরিব অংশের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে খোয়াই এ আয়োজিত হল সাংসদ মেগা স্বাস্থ্যশিবির।

প্রান্তিক এবং গরিব অংশের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে খোয়াই এ আয়োজিত হল সাংসদ মেগা স্বাস্থ্যশিবির।

by admin

প্রান্তিক এবং গরিব অংশের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে খোয়াই এ আয়োজিত হল সাংসদ মেগা স্বাস্থ্যশিবির। শনিবার বেলা ১১ টায় খোয়াই নতুন টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংসদ মেগা স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিপ্লব কুমার দেব। শিবিরে রাজ্য এবং বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এই দিনের স্বাস্থ্য শিবিরে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। প্রায় ১২ শতাধিক লোক শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ প্রধান করা হয়। শিবিরে স্ত্রীরোগ, শিশুরোগ, দন্ত, অস্থি, চর্ম, চোখ, কান, গলা, স্নায়ু, কার্ডিওলজি এবং মেডিসিন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এই দিন শিবির চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন সমগ্র দেশব্যাপী প্রতিটি সংসদীয় এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবির চলছে। মোদিজির নেতৃত্বে দেশের স্বাস্থ্যপরিকাঠামোর মান উন্নয়নের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সম্ভবপর হয়েছে তা রাজ্যবাসী ভালো করে উপলব্ধি করতে পারছেন। এই ধরনের শিবির গুলিতে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বহিরাজ্যের যেমন এইমস, রামমনোহর হসপিটাল, ম্যাক্স হসপিটাল এবং চন্ডিগড় পিজিআই এর মত বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বইচ্ছায় রাজ্যে এসে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। আর তাতে মানুষের মধ্যে একটা ভাবনা এবং মানসিকতা তৈরি হচ্ছে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নত স্বাস্থ্যপরিকাঠামো সহ বহিরাজ্যের চিকিৎসক দ্বারা ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাওয়া সবকিছুই সম্ভব। তিনি বলেন একদিনে সকলকে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়। আগামী দিনে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই ধরনের শিবির গুলিকে ফলোআপ করতে হবে। তার জন্য সকল বিধায়কদের এবং উনি নিজে প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই দিনের স্বাস্থ্য শিবিরে সাংসদ বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পৌরপরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা এবং খোয়াই মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার প্রমূখ।

You may also like

Leave a Comment