
প্রতিনিধি, তেলিয়ামুড়া।২৯এপ্রিল।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে তৎপর ভারতীয় জনতা পার্টি। দলের রণকৌশল ঠিক করতে এবং দলীয় কার্যকর্তাদের মনোবল চাঙ্গা করতে আজ তেলিয়ামুড়ায় দুটি কর্মী সভা করলেন প্রদেশ বি জে পি সভাপতি রাজীব ভট্টাচার্যী।মূলত বুথ স্ব শক্তি করণ কর্মসূচির অঙ্গ হিসাবে অনুষ্ঠিত প্রথম সভাটি হয় তেলিয়ামুড়া বিধান সভা কেন্দ্রের কার্যকর্তা দের নিয়ে টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে।
। এদিনের এই সাংগঠনিক বৈঠকে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার সহ-সভাপতি হরিশঙ্কর পাল তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যন রূপক সরকার মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব’রা।
এদিনের এই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ঝাঁঝালো বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি।
তাছাড়া এদিনের এই সাংগঠনিক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন,,, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে বুথ স্ব-শত্তিকরণের কাজ ইতিমধ্যেই দল শুরু করে দিয়েছে। তাছাড়া তিনি বলেন,, ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, ২০২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি ২টি আসনে প্রার্থীরা বিপুল সংখ্যক ভোট নিয়ে নরেন্দ্র মোদির হাত শক্ত করবে এবং ২ টি পদ্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেবে এই লক্ষ্যেই মূলত আজকের এই সফরসূচি।
তাছাড়া আপামর রাজ্যবাসীর কাছে প্রদেশ সভাপতি আহ্বান রাখেন,, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত” অনুষ্ঠান অর্থাৎ ৩০ শে এপ্রিল ১০০ তম পর্বে পদার্পন
করবে, এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্যও এদিনের এই সাংগঠনিক সভা থেকে আহ্বান জানান তিনি।
পরে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাযী কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে চাকমাঘাট কমিউনিটি হলে অনুরূপ সভা করেন। সভায় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল সভাপতি তপন নমঃ দাস সহ অন্যান্য কার্যকতারা উপস্থিত ছিলেন।