221
- প্রতিনিধি , উদয়পুর :- পূর্ণশ্লোক রানী অহলাবাই হল কারের ৩০০ তম জন্মজয়ন্তী উদযাপন করলো উদয়পুর পৌর পরিষদ উদয়পুর রাজশ্রী কলা কেন্দ্রের প্রেক্ষাগৃহে। বুধবার প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, গোমতী জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হরে কৃষ্ণ গোস্বামী সহ প্রমূখ। এদিন অতিথি বর্গের উপস্থিতিতে রানী অহলাবাদের ৩০০ তম জন্মদিন পালন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর পৌর এলাকার শুভাকাঙ্কী নাগরিকের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথি বর্গদ্বয় আলোচনা করতে গিয়ে রানী অহলাবায়ের জীবনী সকলের সামনে তুলে ধরেন এবং আগামী দিনে ইতিহাসকে স্মরণ করে ভারতের নারী শক্তিকে এগিয়ে যেতে উদ্বৃত্ত করেন ।