Home » অটল জলধারা পৌঁছে গেল পূর্ব লক্ষীবিল গ্রাম জুড়ে।

অটল জলধারা পৌঁছে গেল পূর্ব লক্ষীবিল গ্রাম জুড়ে।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-এক সময় পানীয় জলের জন্য হাহাকার ছিল রাজ্যের প্রতিটি গ্রামাঞ্চলে। তৎকালীন ২৫ বছরের বাম শাসনে এই রাজ্যের মানুষ পানীয় জলের জন্য কখনো নেতাদের দুয়ারে আবার কখনো দপ্তরের দরজায় কড়া নাড়তে হয়েছে । কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া তৎকালীন অর্থ কোথায় এবং কিভাবে খরচ করা হয়েছে তা কোন হিসাব পাওয়া যায়নি সেই সময়। ২০১৮ সালে ত্রিপুরায় পালা বদলের পর রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। তারপর থেকে শুরু হয় রাজ্য সরকারের উদ্যোগে পানীয় জল দপ্তর থেকে প্রতিটি গ্রামের বাড়িতে অটল জলধারা প্রকল্পের মধ্য দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ। পানীয় জল দপ্তরের উদ্যোগে এবার বিশালগড় মহকুমাধীন পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের গ্রামবাসীদের বাড়িতে চলছে পানীয় জলের নল বসানোর কাজ। ইতিমধ্যেই প্রায় ৪৫০ টি গ্রামীণ বাড়িতে বসানো হচ্ছে পানীয় জলের নল। রাজ্যের এক উন্নয়ন যেভাবে দ্রুত গতিতে চলছে বিশালগড় জুড়ে তা কখনো বামের শাসনে এই বিশালগড় দেখতে পাইনি বিগত দিনে। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা , স্কুল ,কলেজ ইত্যাদি দ্রুতভাবে কাজ চলছে পূর্ব লক্ষ্মী বিল এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য । তৎকালীন বাম নেতা ভানুলাল সাহা খাস তালুকে যেভাবে পদ্মের বিস্তার হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নকে সামনে রেখে। বিরোধী ভোটাররা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ভোট দিয়ে জিতিয়েছে। আর অন্যদিকে বর্তমানে তার সুফল পাচ্ছে পূর্ব লক্ষী বিল এলাকার ৫ নং ওয়ার্ডের গ্রামবাসীরা। এমনই এক চিত্র উঠে আসলো এই গ্রামীন এলাকা থেকে। আগামী দিনে আরও উন্নয়ন হবে গোটা গ্রাম জুড়ে এমনটাই আশা প্রকাশ করেন পূর্ব লক্ষ্মী বিল গ্রাম পঞ্চায়েতের গ্রামীন এলাকার সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment