প্রতিনিধি, উদয়পুর :-বঙ্গোপসাগরের ভারী নিম্নচাপের জেরে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত । বৃষ্টিপাতের জেরে উদয়পুর পৌর পরিষদের ছয় , দুই ও ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ঘরে জল প্রবেশ করে । সমস্যায় পড়ে পৌরবাসী। জল যন্ত্রণা থেকে পৌর নাগরিকরা রেহাই পাওয়ার জন্য উদয়পুর পৌর পরিষদে বিষয়টি জানানো পর পৌরপরিষদ থেকে বাড়ি ঘরের জমানো জল সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে । মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত দমকল লাগিয়ে বাড়ি ঘরের জমা জল বের করার ব্যবস্থা গ্রহণ করে উদয়পুর পৌরপরিষদ । পুর পরিষদের এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ । পাশাপাশি পুর নাগরিকরা দাবি তোলে আষাঢ় মাসের ভারী বর্ষার সময় যেন এই ধরনের সমস্যা না হয় তার জন্য জল নিকাশি ব্যবস্থা যেন সঠিক রাখা হয় পৌর পরিষদের উদ্যোগে সেই ব্যবস্থা গ্রহণের আর্জি জানান পুর নাগরিকরা। গোমতী জেলা শাসক থেকেও উদয়পুর শহরকে সুন্দর এবং জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে আগামী জুন মাসের ৬ তারিখের পর থেকে । সব মিলিয়ে আগামীর বর্ষার জন্য প্রস্তুত হচ্ছে উদয়পুর পুর পরিষদ ।
100
previous post