প্রতিনিধি তেলিয়ামুড়া,
রাজ্যের শান্তি -সম্প্রীতি, উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করতে, এক শ্রেণীর দুষ্কৃতিকারী অপচেষ্টা শুরু করেছে. যদিও এর বিরুদ্ধে জাতি জনজাতি উভয় অংশের মানুষই রুখে দাঁড়িয়েছে। আজ শনিবার সকালেই তেলিয়ামুড়া আর ডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মচরা এলাকার কলুই পাড়া এলাকাতে দুষ্কৃতিকারীদের সম্প্রীতির বন্ধন কে নষ্ট করার অপচেষ্টার চিত্র দেখতেই নিরাপত্তা ক্যাম্পের দাবিতে স্থানীয় মানুষেরা ব্রহ্মচড়া – কাকড়া ছড়া সড়ক অবরোধ করে. দুষ্কৃতিকারীরা এলাকার চৌদ্দটি পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মীয়মান ঘরগুলি ভেঙ্গে তছনছ করে দেয়। দুষ্কৃতিকারীদের এ ধরনের অপচেষ্টার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আছেন তেলিয়ামুড়া থানার ওসির রতন দেবনাথ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে. স্থানীয় ক্ষুব্ধ মানুষদের সাথে কথা বলেন তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস. অবশেষে বেলা এগারোটা নাগাদ এলাকার বিধায়ক তথা রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ডল সভাপতি তপন নম দাসের মোবাইলে স্থানীয় মানুষদের আশ্বাস দিন, আজি নিরাপত্তা ক্যাম্প বসানোর। আশ্বাস দেওয়ার কিছুক্ষণ পরেই উত্তর ব্রহ্মচড়া কমিউনিটি হলে নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প বসে যায়। এতে জাতি জনজাতি উভয় অংশের মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। এখানে প্রসঙ্গত উল্লেখ থাকে তেলিয়ামুড়ার আর ডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছরা এলাকাটি জাতি জনজাতি উভয় অংশের মানুষের বসতি রয়েছে। এলাকার উভয় অংশের মানুষই বরাবরই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। রাজ্যে একটা সময়ে যখন সন্ত্রাসবাদীদের কার্যকলাপএ সাধারণ মানুষ বিপর্যস্ত ছিল, সেই দিনগুলিতে পার্শ্ববর্তী এলাকা থেকে উত্তর ব্রহ্মচড়াকে উত্তপ্ত করে গেছে। ক্ষতি হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষই ই। এবারে আবারো যেভাবে সম্প্রীতির বন্ধন কে বিনষ্ট করার জন্য দুষ্কৃতিকারীরা শুরু করেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে উভয় অংশের মানুষই যে প্রস্তুত তাও আজ লক্ষ্য করা গেছে।