ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরে ১৮ জানুয়ারি বিবিআই মাঠের ধারে প্রথমে মেরে তারপর তার রক্তাক্ত জায়গাতে লবণ মরিচ লাগিয়ে দেওয়ার পৈশাচিক ঘটনার অভিযুক্তদের একে একে করে উত্তর জেলা পুলিশ জালে তুলে নিচ্ছে। সাগর শুক্ল বৈদ্যের উপর পৈশাচিক ঘটনার নরকীয় দশা প্রদর্শনের পর ধর্মনগর থানা মোট 12 জনকে অভিযুক্ত করে মামলা শুরু করে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১/ ৩৪২,/ ৩২৫/ ৩২৬/ ৫০৬/ ৩৪ ধারায় ১৮ জানুয়ারি ধর্মনগর থানায় ৫/ ২০২৪ নং মামলা রেজিস্টার করা হয়েছিল। 12 জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে পুলিশ চারজনকে তাদের জালে তুলে নিয়েছে। যাদেরকে জালে তুলে নিয়েছে তারা হলো তন্ময় দেবনাথ বয়স ২৮ বছর, পিতা তাপস দেবনাথ বাড়ি শিববাড়ি ,সুমিত দেবনাথ বয়স ১৯ বছর পিতা মন্টু দেবনাথ বাড়ি শিববাড়ি ,কৌশিক দত্ত বয়স 19 বছর পিতা মৃত অমর দত্ত বাড়ি দক্ষিণ নয়াপাড়া এবং সর্বশেষ কথা বৃহস্পতিবার রাতে হাফলং থেকে তুলে আনে গবিল ভট্টাচার্য বয়স বিশ বছর পিতা গোপাল ভট্টাচার্য বাড়ি নয়াপাড়া। পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানিয়েছেন এই ঘটনাটি ধর্মনগর তথা উত্তর জেলার জন্য একটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এক এক করে যে ১২ জন অভিযুক্ত রয়েছে প্রত্যেকেই পুলিশের জালে তুলে এনে সঠিকভাবে সুস্থ তদন্ত করবে পুলিশ। আইনের হাত থেকে কেউ কোনোভাবে রক্ষা পাবে না। এদিকে জানা গেছে একটি মহল সাগরের মার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে চলেছে মামলাটি তুলে নেওয়ার জন্য। কিন্তু যেভাবে পত্রপত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে এই পৈশাচিক ঘটনা ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মনে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তার থেকে মুক্ত করার জন্য আসামিদের শাস্তি অবশ্যমভাবি হয়ে পড়েছে। তাদের শাস্তি না হলে সাধারণ ধর্মনগরবাসীর পুলিশের উপর বিশ্বাস চিরতরে চলে যাবে বলে বিজ্ঞ মহলের ধারণা।
ধর্মনগরে পৈশাচিক ঘটনার অভিযুক্ত চতুর্থ জনকে পুলিশের জালে তুলে নিল বৃহস্পতিবার রাতে।
127