Home » খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হল শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের তৃতীয় তম শহিদান দিবস

খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হল শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের তৃতীয় তম শহিদান দিবস

by admin

সোমবার খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হল শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের তৃতীয় তম শহিদান দিবস । এদিন খোয়াই থানার কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত শহীদান দিবসে প্রতীকৃতিতে মাল্যদান ও পুস্প স্তবক অর্পণ করে সত্যজিৎ মল্লিকের বিদেহি আত্মার সদগতি কামনা করেন খোয়াই এর অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর, খোয়াই থানার ভারপ্রাপ্ত ওসি সুবীর মালাকার, সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ থানায় কর্মরত সমস্ত পুলিশ কর্মীগণ। সত্যজিৎ মল্লিকের স্মৃতিচারণ করতে গিয়ে এই দিন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর বলেন সত্যজিৎ মল্লিক ছিলেন একজন নির্ভীক, পরোপকারী পুলিশ অফিসার। উনি ছোট থেকে বড় সকল পুলিশ কর্মীকেই সম্মান দিয়ে কথা বলতেন। উনি যখন খোয়াই থানায় কর্মরত ছিলেন তখন খোয়াই থানা এলাকায় অপরাধ অনেকটাই হ্রাস পেয়েছিল। তার প্রয়ানে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবে না। ২০২১ সালের ২৬ শে নভেম্বর রাত আনুমানিক বারোটা নাগাদ নিজের কর্তব্য পালন করতে ছুটে যান খোয়াই এর লালটিলা গ্রামে। সেখানে এক আততায়ীর হাতে তার নিজের পরিবারের দুই সদস্য, ১ গ্রামবাসী খুন হয়। সেই অভিশপ্ত রাতে সেখানে ছুটে যাওয়ার পর উক্ত আততায়ী ধারালো অস্ত্র নিয়ে সত্যজিতবাবুর উপর হামলে পড়ে। তাতে গুরুতর ভাবে যখম হন সত্যজিৎ বাবু। পরবর্তী সময়ে উনাকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতাল এবং পরে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২০২১ সাল থেকে প্রতিবছর খোয়াই জেলা পুলিশ প্রশাসন এই দিনটিকে সত্যজিৎ মল্লিকের বিদেহী আত্মার সৎগতি কামনা করে শহীদান দিবস হিসাবে পালন করে আসছে বলে জানান খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর।

You may also like

Leave a Comment