
উজ্জল মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। এই দিন গন্ডাছড়া মহকুমা সরমা এলাকার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কালচারাল হলে বৃক্ষে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, ব্লক লেবেল এস সি সাব কমিটির চেয়ারম্যান আদিত্য সরকার, বিডিও জেমস এল.ডারলং, এডিশনাল বিডিও প্রহল্লাথ নোয়াতিয়া, গন্ডাছড়া সমবায় পরিদর্শক রতি মোহন ত্রিপুরা, টি আর এল এম ধলাই জেলা কু-অর্ডিনেটর মৌমা মগ, উজ্জ্বল মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বর্ষা চাকমা প্রমুখ। সেখানে সমবায় সমিতির দিদিরা সংগীত, নিত্য,নাটক পরিবেশন করেন। পরে উজ্জ্বল মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার ঝুলন সরকার মন্ডল ২০২২-২৩ এর আয় ব্যয়ের হিসাব পেশ করেন পাশাপাশি আগামী ২০২৩-২৪ এর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বার্ষিক সাধারণ সভাকে ঘিরে উপস্থিত দিদিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।