Home » পুনরায় চালু করা হলো কার্গো পরিষেবা!

পুনরায় চালু করা হলো কার্গো পরিষেবা!

by admin

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলোকে ঢালাও উন্নয়নে সাজাতে কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। লক্ষ্য একটাই দপ্তরগুলোকে উন্নয়নের মাধ্যমে জনসাধারণকে সঠিক পরিষেবা প্রদান করা।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৫/৬ মাস যাবৎ বন্ধ ছিল বিমানবন্দরের কার্গো পরিষেবা। শুক্রবার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে পুনরায় আনুষ্ঠানিক সূচনা হলো কার্গো পরিষেবার। প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে এই কার্গো বিল্ডিংটি নির্মান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই পুনরায় চালু হওয়া এই কার্গো পরিষেবার সফলতা কামনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও তিনি বলেন, নতুন মন্ত্রীসভা গঠিত হওয়ার পর থেকেই মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে পরিবহন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মধ্যে বিমান পরিসেবা অন্যতম।

You may also like

Leave a Comment