প্রতিনিধি, উদয়পুর :-
মঙ্গলবার রাত ৯ টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতবাড়ি । ঘটনা উদয়পুর ধ্বজনগর গোয়ালগাঁও এলাকায়।
জানা গিয়েছে , হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে প্রথম অবস্থায় কিছুটা অগ্নিকাণ্ড ঘরের মধ্যে ধরার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যান্য বসত ঘর গুলির মধ্যে । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় বাড়ির রান্নাঘরে। আগুনের উত্তাপে বিস্ফোরণ ঘটে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে । তাতে করে আরো বিরাট আকার ধারণ করে অগ্নিকাণ্ড । এই ঘটনা গ্রামবাসীরা দেখতে গিয়ে খবর দেয় উদয়পুর দমকল দপ্তরের কর্মীদের । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন । দুই ঘন্টার চেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় দমকল দপ্তরের কর্মীরা আগুন আয়ত্বে আনতে সক্ষম হয় । অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় গোটা পরিবার । সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায় বসত করে থাকা আসবাব পত্র থেকে শুরু করে রান্না করে থাকা খাদ্য সামগ্রী । সবমিলিয়ে মঙ্গলবার রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে গৌরাঙ্গ দেবনাথের পরিবারকে । অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোয়ালগাঁও এলাকায় ।