Home » শাশুড়ির কুমন্ত্রণায় স্বামীর অত্যাচার গৃহবধূর উপর , থানায় মামলা ।

শাশুড়ির কুমন্ত্রণায় স্বামীর অত্যাচার গৃহবধূর উপর , থানায় মামলা ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

স্বামীর মারে আক্রান্ত হয়ে থানার দারস্থ স্ত্রী ।
ঘটনা উদয়পুর মাতারবাড়ি কামারবাগ গ্রামে ।

ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে আক্রান্ত গৃহবধূ জানান , শাশুড়ির কুমন্ত্রণায় প্রতিদিন স্বামী অত্যাচার চালায় গৃহবধুর উপর । শাশুড়ি যখন কুমন্ত্রণা দেয় তখনই মায়ের কথা শুনে ছেলে মারধর করে স্ত্রীকে। দিনের পর দিন এই ঘটনা সহ্য করে যাচ্ছিলো গৃহবধূ । মঙ্গলবার একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে এবার রাধাকিশোরপুর থানায় স্বামী কার্তিক শীলের বিরুদ্ধে গৃহবধূ ছুটে আসে মামলা করার জন্য। সেই সাথে স্বামীর কঠোর শাস্তি দাবি জানান সংবাদ মাধ্যমের সামনে । এদিকে গৃহবধূ জানান স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে রাধা কিশোরপুর থানায় । পুলিশ মামলা হাতে পেয়ে এখন কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে অসহায় গৃহবধূটি । এই ঘটনাই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি মাতার বাড়ি কামারবাগ এলাকায় ।

You may also like

Leave a Comment