Home » হ্যাম রেডিও সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ঘরে তালা ঝুলালো মহকুমা শাসক

হ্যাম রেডিও সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ঘরে তালা ঝুলালো মহকুমা শাসক

by admin

প্রতিনিধি মোহনপুর :- হ্যাম রেডিও সেন্টারের নামে পাচারকারীদের এবং নেশাখোরদের আস্তানায় অভিযান চালালো মহকুমা শাসক। বন্ধ করে দেওয়া হয়েছে বামুটিয়ার কাছারিটিলা এলাকায় হ্যাম রেডিও সেন্টারের কক্ষে। বৃহস্পতিবার মহকুমা শাসক সুভাষ দত্তের নেতৃত্বে সরকারী দুটি ঘর পুনরায় মহকুমা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
বামুটিয়ার তহশীল কাছারির জমির উপর সরকারি গৃহে একটি হ্যাম রেডিও সেন্টার খোলা হয়েছিল। যার দায়িত্বে ছিল অরুপ ধর নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘদিন যাবত এই সেন্টারে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পাশাপাশি এই সেন্টারের সামনে নোপার্কিং সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল। বৃহস্পতিবার মোহনপুর মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা তালা ভেঙ্গে প্রবেশ করেছে সেন্টারের ভেতর। পাশাপাশি অরূপ ধরের লাগানো নো পার্কিং সাইনবোর্ড খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে হ্যাম রেডিও সেন্টারের জন্য দেওয়া দুটি কক্ষ পুনরায় মহকুমা প্রশাসনের হেফাজতে নিয়ে নিয়েছে মহাকুমা শাসক। মহকুমা শাসকের এই ধরনের ভূমিকায় অত্যন্ত খুশি স্থানীয় সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment