Home » স্বস্তি হেল্থ কেয়ারের উদ্যোগে যুগান্তকারী স্বাস্থ্য পরিষেবা

স্বস্তি হেল্থ কেয়ারের উদ্যোগে যুগান্তকারী স্বাস্থ্য পরিষেবা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-স্বাস্থ পরিষেবা প্রদানের সাথে সাথে সামাজিক কর্মকাণ্ডেও অবদান রেখে চলেছে নার্সিং কেয়ার।আবারও প্রমাণ করল যে জীবন রক্ষার জন্য শুধু বড় হাসপাতালের প্রয়োজন হয় না,দরকার হয় নিষ্ঠা,দক্ষতা এবং মানবিকতার।সম্প্রতি এই নার্সিং হোমের নিরলস প্রচেষ্টায় বেঁচে গেল দুটি নবজাতক শিশু ও তাদের মা।গত ১৬ই ফেব্রুয়ারি এক গর্ভবতী মা প্রসব বেদনা নিয়ে ছুটে আসেন ডিকে রোড স্থিত স্বস্তি হেলথ কেয়ারে।কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেন প্রসবের নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই ব্যথা শুরু হয়েছে।অবস্থা সংকটজনক হলেও,কোনো দ্বিধা না করে ডাক্তাররা দ্রুত গর্ভবতীকে ভর্তি করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন।অবশেষে সেদিন রাতেই অর্থাৎ ১৬ই ফেব্রয়ারী মা জন্ম দেন দুই পুত্র সন্তানের।কিন্তু জন্মের পর দেখা যায়,শিশু দুটির মধ্যে রয়েছে নানান রোগের উপসর্গ।নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ার কারণে নবজাতক দুটি অনেকটাই দুর্বল,ওজনও ছিল প্রয়োজনের তুলনায় কম। তাদের বাঁচিয়ে রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ।তবে, অভিজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টায় এই চ্যালেঞ্জকেও জয় করা সম্ভব হয়। চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের রাখা হয় এনআইসিইউ-তে এবং কৈলাসহরে প্রথমবারের মতো ইন্টাট্রাকিয়াল সার্ফেকটেন্ট প্রয়োগ করা হয়,যা নব জাতকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অবশেষে চিকিৎসক দের নিরলস প্রচেষ্টা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে মা ও দুই সন্তান পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।এই সুখবরের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও দুই শিশুকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।
এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সদস্য সুব্রত দাস জানান, কৈলাসহর একটি ছোট শহর হলেও এখানকার মানুষের জন্য কম খরচে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বস্তি হেলথ কেয়ার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের যেন শহরের বাইরে গিয়ে চিকিৎসার জন্য দ্বারস্থ হতে না হয়,তার জন্য দক্ষ চিকিৎসক ও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।

You may also like

Leave a Comment