প্রতিনিধি কৈলাসহর:-রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও জাতীয় সেবা প্রকল্প ইউনিটের সমষ্টিগত উদ্যোগে পালিত হয়েছে ৭৫ তম সংবিধান দিবস।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পিনাকী পাল,আইনজীবী সন্দীপ দেবরায়,অধ্যাপিকা শান্তশ্রী মজুমদার সহ অন্যান্য রা।অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সংবিধানের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সংবিধানের মূল্যবোধ ও অধিকার সংরক্ষণের প্রতি শ্রদ্ধা জাগ্রত করাপ্রধান অতিথি আইনজীবী সন্দীপ দেবরায় সংবিধান দিবসের তাৎপর্য ও সংবিধানের ইতিহাস নিয়ে আলোচনা করেন।তিনি সংবিধানের মূল নীতি,অধিকার ও কর্তব্যের উপর আলোকপাত করেন এবং বর্তমান সমাজে সংবিধানের ভূমিকা তুলে ধরেন।অধ্যাপিকা শান্তশ্রী মজুমদার তার বক্তব্যে সংবিধানের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পিনাকী পাল অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সংবিধান দিবস উদযাপনের উদ্দেশ্য এবং সংবিধানের গণতান্ত্রিক মানষিকতার প্রসার সম্পর্কে আলোচনা করেন।পুরো অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক। সংবিধান দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীরা সংবিধানের গুরুত্ব সম্পর্কে নতুন করে উপলব্ধি করতে সক্ষম হন।
30
previous post
উদয়পুর শহরে নতুনভাবে আরো একটি ব্যাংকের উদ্বোধন হলো
next post