Home » সবরপাড়ায় আইনি সচেতনতা শিবির

সবরপাড়ায় আইনি সচেতনতা শিবির

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৬ জুন ।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে সবরপাড়ার ফকিরামুড়ায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে বিশালগড় সবরপাড়ায় আয়োজিত শিবিরে স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। আইনজীবী লিপিকা দে ড্রাগসের অপব্যবহার রোধে আইনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া বাল্য বিবাহ, পণপ্রথা, শিশু শ্রম, সাইবার অপরাধ বিষয়ে আলোচনা করেন। অন্যায়ের প্রতিবাদ এবং আইনি পদক্ষেপ নিয়ে সুষ্ঠু সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি।

You may also like

Leave a Comment