প্রতিনিধি, উদয়পুর :-
জল একটা গুরুত্বপূর্ণ বিষয়।ভারত সরকার জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে কিভাবে ২০২৪ সালের মধ্যে প্রতি বাড়িতে জল পৌঁছানো যায়। এই বিষয়কে সামনে রেখে রাজ্য সরকার কাজ করছে।সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার উদয়পুরে গোমতী জেলা পরিষদের মিলনায়তনে মাতারবাড়ি ও টেপানিয়া নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি,জলসম্পদ দপ্তরের আধিকারিক, ঠিকাদার সহ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গোমতী জিলা পরিষদের মিলনায়তনে । সভায় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মিন্টু চক্রবর্তী, জলসম্পদ দপ্তরের আধিকারিক গন সহ এলাকার প্রধানগন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ প্রমুখরা।বিধায়ক অভিষেক দেবরায় বলেন, সময়ের কাজ সময়ে করতে হবে। ঠিকাদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে সরকার কাজ করছে । এক্ষেত্রে কোন অজুহাত বরদাস্ত করা হবে না বলে পরিস্কার জানিয়ে দেন বিধায়ক অভিষেক দেবরায়।