Home » ২০২৩ শে ৬০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি , বললেন পাপিয়া

২০২৩ শে ৬০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি , বললেন পাপিয়া

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

ঘরে ঘরে বিজেপি এই স্লোগানকে সামনে রেখে রবিবার বিকেল চারটায় আর কি পুর মন্ডলের উদ্যোগে রাজারবাগ দলীয় অফিসের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির ।‌ এই জনসমাবেশে উপস্থিত ছিলেন , রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও ৩১ আর কে পুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অনেকে । এই দিনের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী পাপিয়া দত্ত তীব্র আক্রমণ শানান বামেদের । তিনি বলেন , বামেদের দীর্ঘ ২৫ বছরের শাসনে বহু মায়ের বুক খালি করা হয়েছে । মুছে ফেলা হয়েছে বহু নারীর সিঁথির সিঁদুর । আগরতলার মেলার মাঠে বামেদের দলীয় অফিস থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দলীয় অফিসে যদি টোকা দেওয়া হয় তাহলে প্রতিটি দেয়ালের ইট থেকে বহু মায়ের রোধন বের হবে বলে তিনি ভাষনে উল্লেখ করেন । বর্তমান সময় দেখা যাচ্ছে বামেরা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুখর হচ্ছেন । কিন্তু বর্তমান রাজ্য সরকার কাজের নিরিখে রিপোর্ট কার্ড তৈরি করে প্রতিটি মানুষের দ্বারে যাচ্ছে উন্নয়নের বার্তা নিয়ে । কিন্তু বামেরা রাজ্যকে আবারও ধ্বংস করার জন্য ব্লু প্রিন্ট তৈরি করছে আগরতলা পোস্ট অফিস চৌহমুনির কোন এক দলীয় অফিসের সাথে যোগ সাজসের মাধ্যমে । কিন্তু ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ আবারও বিজেপিকে ক্ষমতায় আনবে বলে তিনি উল্লেখ করেন । এদিন জনসমাবেশ শেষে রাজারবাগ থেকে বড় মাত্রায় মহিলা মোর্চার কর্মীদেরকে সাথে নিয়ে একই মিছিল বের হয় ভারতীয় জনতা পার্টির । মিছিলটি রমেশ চৌহমুনি ও বিদ্যাসাগর রোড হয়ে জগন্নাথ চৌমুনী তে এসে আরেকটি জনসভায় যোগ দেয় । প্রতিটি জনসভায় বিজেপির নেত্রী পাপিয়া দত্ত ও রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ভাষণ শুনার জন্য দলীয় কর্মী ও বাজার এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো সারা জাগানো ।

You may also like

Leave a Comment