118
রবিবার দুপুরে সাব্রুমের জলেফা মহাদেব বাড়ি এলাকায় পথদুর্ঘটনায় নিহত একজন এবং আহত এক,
অধ্য রোজ 27 শে নভেম্বর রবিবার 2022 ইংরেজি সাতচাঁদ ব্লকের অন্তর্গত সাব্রুমের জলেফা মহাদেব বাড়ি এলাকায় পথদুর্ঘটনায় নিহত একজন এবং আহত একজন ব্যক্তি, ঘটনার বিবরণে জানা যায় বেলা 2:25 নাগাদ সাব্রুম অগ্নিনির্বাপক দলের কাছে খবর আসে দুজন ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার, সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দল তাদের নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা দুর্ঘটনাগ্রস্তের একজন কে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন, তার নাম যথাক্রমে আথৈই মগ-বাবার নাম চেলাফ্রু মগ বাড়ি ভিলেজারি এলাকায় এবং আহত ব্যক্তির নাম কৃষ্ণ ত্রিপুরা বাবার নাম হারাধন ত্রিপুরা বাড়ি চালিতাছড়ি এলাকায় আহত কৃষ্ণ ত্রিপুরার চিকিৎসা চলছে সাব্রুম হাসপাতালে।