Home » তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রা

তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রা

by admin

তেলিয়ামুড়া প্রতিনিধি := ভারত জোড় কংগ্রেস দলের কর্মসূচির সর্বভারতীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে ওই অনুষ্ঠান চলছে।এর সুবাদে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রা শুরু করেছিল। রবিবার এই পদযাত্রার ছিল অন্তিম দিন। এদিনের কংগ্রেস কর্মীদের পদযাত্রা শুরু হয় তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ,, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। পরে এই পদ যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে এসেই শেষ হয়। পরে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন, দেশের ঐক্য, এবং এ রাজ্যের গণতন্ত্র রক্ষা করতে পারে কংগ্রেস দল। তাই কংগ্রেস দলের যুব আইকন রাহুল গান্ধী গোটা দেশজুড়ে পদযাত্রার আহ্বান জানিয়েছিলেন। সেই আহব্বানে সাড়া দিয়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রায় শামিল হয়েছিল। রবিবার ছিল সেই পদ যাত্রার নবম দিন অর্থাৎ অন্তিম দিন।

You may also like

Leave a Comment