Home » কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলা-তে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের সম্মাননা

কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলা-তে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের সম্মাননা

by admin

আগরতলা, ২৬ জানুয়ারি ২০২৬:
কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, মন্ত্রিবাড়ি রোড, আগরতলা, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মান জানিয়ে এক ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিভিন্ন শাখার একাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মী উপস্থিত ছিলেন, যা সমগ্র পরিবেশকে গর্ব, সম্মান ও দেশপ্রেমে ভরিয়ে তোলে। কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলার ফ্র্যাঞ্চাইজি মালিক শ্রী গোপাল চন্দ্র নাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের প্রতি তাঁদের অসামান্য অবদান ও ত্যাগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাগ বলেন, দেশের জন্য তাঁদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং প্রজাতন্ত্রের প্রকৃত চেতনাকে শক্তিশালী করে।এই অনুষ্ঠান পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় বীরদের প্রতি কিসনা-র শ্রদ্ধাবোধকে তুলে ধরে।

You may also like

Leave a Comment