ধর্মনগর প্রতিনিধি,,আজ ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কাঞ্চনপুর মহকুমার ভান্ডারী মা প্রত্যন্ত সাগরপাড়া গ্রাম আজ পরিণত হয়েছিল এক মানবিক উদ্যোগের কেন্দ্রস্থলে। আনন্দবাজার থানার অন্তর্গত এই গ্রামে ১২৪ ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আয়োজন করে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই শিবিরটি পরিচালিত হয় ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী এস. বালাসুব্রহ্মণ্যমের নির্দেশে, যা ছিল বিএসএফ-এর নাগরিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
শিবিরে নেতৃত্ব দেন ১২৪ ব্যাটালিয়নের এসএমও ডাঃ ভেনি নুহ এবং পিএইচসি জুম্পুইয়ের মেডিকেল অফিসার ডাঃ গুড্ডু দেববর্মা। দুই চিকিৎসক গ্রামবাসীদের সাধারণ রোগের কারণ, প্রতিরোধের পদ্ধতি, স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী প্রদান করা হয়।
গ্রামবাসীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো—মোট ২৫০ জন মানুষ শিবিরে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন সাগরপাড়া গ্রামের প্রধান শ্রী ক্ষেত্র মোহন রিয়াং সহ বহু গণ্যমান্য ব্যক্তি। বিএসএফ-এর পক্ষ থেকে শিবিরে অংশ নেন শ্রী অনিল বোধ, ২ আইসি সহ ০২ জন কর্মকর্তা, ০৮ জন অধস্তন কর্মকর্তা এবং ৩৫ জন জওয়ান।
শিবির শেষে স্থানীয় মানুষের সন্তুষ্টি ছিল স্পষ্ট। গ্রামবাসীরা বিএসএফ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এরকম আরও স্বাস্থ্য শিবির আয়োজনের অনুরোধ জানান।
মানবিকতার এই কর্মসূচি আবারও প্রমাণ করল—সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নত করতেও বিএসএফ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সাগরপাড়ায় বিএসএফের ১২৪ ব্যাটালিয়ন এর ফ্রি মেডিকেল ক্যাম্প।।
20
previous post