প্রতিনিধি, গন্ডাছড়া :-
শ্রীশ্রী গণেশ চতুর্থী উপলক্ষে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডলের উদ্যোগে ধলাই জেলা কার্যালয় প্রাঙ্গণে সিদ্ধিদাতা গণেশ পূজার আয়োজন করা হয়। শুভ উদ্বোধন করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী সহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে গণেশ পূজার তাৎপর্য তুলে ধরেন এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দিকটি বিশেষভাবে উল্লেখ করেন। উল্লেখ্য, এই প্রথমবারের মতো বিজেপি আমবাসা মন্ডলের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। গত ২৪ আগস্ট আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণের মধ্য দিয়ে এই ছয় দিনব্যাপী গণেশ পূজা মহোৎসবের সূচনা হয়। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
গণেশ পূজাকে কেন্দ্র করে আমবাসা জুড়ে ইতিমধ্যেই এক বিশেষ উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিরাট উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। পূজার পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি এবং সামাজিক উদ্যোগও নেওয়া হয়েছে। ফলে উৎসবটি একদিকে ধর্মীয় ভক্তিকে উজ্জীবিত করছে, অন্যদিকে সমাজকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে নতুন বার্তাও পৌঁছে দিচ্ছে।
এই উদ্যোগের ফলে আমবাসা ও ধলাই জেলা সদর এলাকায় এক ভিন্ন ধরনের আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আগামী বছরগুলোতেও এই পূজা আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
আমবাসা মন্ডলে প্রথমবারের মতো ব্যাপক আয়োজনের গণেশ পূজা
80