ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত দক্ষিণ ত্রিপুরার একাংশ। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপ কূলে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ে রেমাল। সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে, বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাগে প্রবেশ করে। প্রায় চার ঘণ্টা ধরে চলে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ রেমাল খানিক শক্তি খুইয়ে প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এখনই তার প্রভাব থেকে মুক্তি পাচ্ছে না ত্রিপুরা । রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা গ্রস্ত বিএসএফ জওয়ানের গাড়ি ।ঘটনার বিবরনে জানাযায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় টি আর ০১ এম ০৮৮৫ নাম্বারের বি এস এফ জোওয়ানের একটি ট্রাকগাড়ী দুর্ঘটনার কবলে পরে। জানা যায় গাড়ীটি দ্রুতগতিতে ছিলো অপরদিকে ঘুর্নিঝড়ের প্রভাবে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি দুর্ঘটনার কবলে পরে। এই দুর্ঘটনায় কোনোপ্রকার হতাহতের খবর পাওয়াযায়নি। দুর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
175