120
আগরতলা।।বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা
বিদ্যালয়ের এন. এস. এস.
ইউনিটের উদ্যোগে তাপপ্রবাহ থেকে বাচ্চাদের রক্ষা করতে ব্যাতিক্রমী কর্মসূচি নেয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শিব মন্দিরে সংশ্লিষ্ট এলাকার ১০০ বাচ্চা মেয়ের হাতে গ্লুকোজ, জলের বোতল, চকলেট ও কলম তুলে দেয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে বাচ্চাদের সঙ্গে মায়েরা ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। এক সাক্ষাৎকারে বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ের এন.
এস. এস. প্রোগ্রাম অফিসার-শ্যামল দে বলেন
বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে বাস্তবায়িত
করতে তীব্র তাপপ্রবাহ থেকে বাচ্চাদের রক্ষা করতে এই ক্ষুদ্র প্রয়াস। তিনিজানিয়েছেন
ভবিষ্যতেও এই কর্মসূচী জারি থাকবে।।