
গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত একটি বাড়ি।অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকার বেশি বলে জানা যায়।ঘটনা খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার সংলগ্ন কালিমন্দিরের পাশে। বৈদ্যুতিক সটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক প্রদীপ রায় দীর্ঘ দিন যাবদ এই বাড়িতে থাকেন না। কর্মসূত্রে খোয়াই শহরের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন বলে জানা যায়। গত বৃহস্পতিবার গভীর বৃষ্টিপাতের ফলে প্রদীপ রায়ের ঘরে জল প্রবেশ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায় বলে প্রাথমিক ধারণা।গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় আগুনের লেলিহান শিখা খুব দ্রুতই গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে সক্ষম হয়।পরবর্তী সময় আগুনের ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তড়িঘড়ি খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠালে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।কিন্তু শেষ রক্ষা হয়নি। গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। এই ঘটনায় অনেকটাই মর্মাহত বাড়ির মালিক। অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার সকালে প্রদীপ রায়ের বাড়িতে ছুটে যান বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।