
ত্রিপুরা পুলিশের তৎপরতায় ফের বিপুল পরিমান গাঁজা জব্দ হল চুরাইবাড়িতে।গোপন খবরের ভিত্তিত্বে মঙ্গলবার সকাল এগারোটায় নাকা চেকিং বসিয়ে এই সাফল্য পায় অসম-ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ।এদিন আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখে যাত্রা করা টিআর(শূণ্য এক)একিউ(এক নয় দুই আট)নম্বরের একটি বার চাকার লরি চুরাইবাড়ি থানার সম্মুখে এলে গাড়িটিতে তল্লাশি করে পুলিশ।এতে বিভিন্ন গোপন খোপ থেকে সাতচল্লিশ প্যাকেটে আড়াই`শ কেজি শুকনো গাঁজা জব্দ হয়।যার কালোবাজারী মুল্য পঞ্চাশ লক্ষাধিক টাকার মত হবে।এতে আটক করা হয় লরি মালিক কাম চালক সুরজিৎ মজুমদারকে।তার পিতার নাম নারায়ণ মজুমদার।বাড়ি বাড়ি ত্রিপুরার আগরতলা সংলগ্ন নরসিংগড়ের তিন নং ওয়ার্ডে।পরে খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষে তদন্তে নামেন অমরচাঁদ বিশ্বাস সন্দীপ দেবনাথ দেবাশীষ সাহা ও ভানুপদ চক্রবর্তী।এ কান্ডে এসপি ভানুপদ চক্রবর্তী জানান নিষিদ্ধ গাঁজা বোঝাই লরিটি আগরতলা থেকে গুয়াহাটিতে যাবার কথা ছিল।এ কান্ডে পুলিশের পক্ষে আটক চালকের নামে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নেওয়া হয়েছে।ধৃতকে এদিন আদালতে তোলে পুলিশি রিমান্ডের দাবি জানানো হবে।