179
তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সলমন খান। এই দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী হতে হয়েছে তাঁকে। জড়িয়েছেন বহু বিতর্কেও। তাঁর নানা আচরণ বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। তবে পর্দায় তিনি এলেই নাকি ছবি হিট্! লক্ষ্মীলাভ হয় হলমালিকদের। কিন্তু গত দু’বছর টানা মন্দা। তবে ‘টাইগার ৩’-এর মাধ্যমে সুদিন ফিরল ভাইজানের। এ বার সেই আনন্দেই নয়া ঘোষণা! সিনেমার পাশপাশি এ বার ব্যবসায় হাত পাকাতে চলেছেন সলমন। ব্যবসাতেও রয়েছে সেই সিনেমা। শোনা যাচ্ছে সারা ভারত জুড়ে সিনেমাহল খুলতে চলেছেন তিনি। তবে আর পাঁচটা হলের মতো কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ হবে না সলমনের হলে, রয়েছে অন্য সুবিধাও।