Home » প্রযোজনায় যশ-নুসরত, ‌অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ কেন? 

প্রযোজনায় যশ-নুসরত, ‌অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ কেন? 

by admin

যশ এবং নুসরত জাহান যে এ বার প্রযোজনায় হাত পাকাতে চলেছেন সে খবর আনন্দবাজার অনলাইনে আগেই প্রকাশিত হয়েছিল। শনিবার শহরে সেই সংস্থার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেললেন টলিপাড়ার এই চর্চিত যুগল। নিজেদের প্রযোজিত প্রথম ছবিতে জুটি বাঁধছেন যশ-নুসরত। প্রযোজনা সংস্থার নাম ‘ওয়াইডি ফিল্মস’। বাবা যাদব পরিচালিত এই ছবিটির নাম ‘মেন্টাল’।

শনিবারেই ছবির পোস্টার প্রকাশ্যে এল। সেখানে যশকে দেখা গেল পুলিশ অফিসারের পোশাকে। অভিনেতার মুখে হাসির ঝলক। ছবিটি যে মূল ধারার বাণিজ্যিক ছবি, তা পোস্টারে যশের লুক থেকেই স্পষ্ট। তা হলে কি কমেডি ঘরানার? যশ বললেন, ‘‘ সবাই জানে, আমি নিজে বাণিজ্যিক ছবির ভক্ত। বলা যেতে পারে রোহিত শেট্টি যে ধরনের ছবি করেন, এই ছবিতেও সে রকম একটা ছাপ থাকবে।’’ তবে পোস্টারে কিন্তু নুসরতকে দেখা যায়নি। কারণ কী? যশ হেসে বললেন, ‘‘আরও চমক রয়েছে। এক দিনেই সবটা বলে দিতে চাই না।’

You may also like

Leave a Comment