প্রতিনিধি, বিশালগড়,।। খোয়াই নদীতে তলিয়ে গিয়ে প্রাণ গিয়েছিল তিন শিশুর। এই হৃদয়বিদারক ঘটনায় সারা রাজ্যে শোকের আবহ বিরাজ করছে। মৃত তিন শিশুর মধ্যে একজনের বাড়ি বিশালগড়ে। রবিবার দুপুরে বিশালগড় মহকুমার মধ্য লক্ষীবিলে শোকাহত বাপি নম:র বাড়িতে যান মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। উল্লেখ্য গত ২২ মে বিশালগড়ের বাপি নমঃ র পুত্র সপ্তদ্বীপ নম: খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। সপ্তদীপ খোয়াই মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। নদীতে স্নান করতে গেলে অঘটন ঘটে। অকালে ঝরে যায় সাত বছরের শিশু সপ্তদীপ নমঃ।ঘটনায় ব্যাথিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ইতিমধ্যে তিনি খোয়াই গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। রবিবার বিশালগড় প্রয়াত সপ্তদ্বীপের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পুত্র শোকে কাতর বাবা বাপি নম : কান্নায় ভেঙে পড়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা শাসক ডঃ বিশাল কুমার, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই বিয়োগব্যথা সহ্য করার শক্তি প্রদানের জন্য ইশ্বরের নিকট প্রার্থনা করেন তিনি। মৃত শিশুর পিতা বাপি নম:হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়ার সময় বাপি এবং উনার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। সন্তান হারা পিতামাতার গগন ভেদী আর্তনাদে ভারি হয়ে উঠে আকাশ।
150
previous post