Home » তরুণ সংঘে বিধায়ক সম্বর্ধনা

তরুণ সংঘে বিধায়ক সম্বর্ধনা

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক‌ সুশান্ত দেবকে সম্বর্ধনা জ্ঞাপন করেন বিশালগড় তরুণ সংঘ । রবিবার রাতে বিশালগড়ের অন্যতম সামাজিক সংস্থা তথা বনেদি ক্লাব তরুণ সংঘের মিলনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে পুষ্পবৃষ্টিতে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় বিধায়ককে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সংঘের সভাপতি চন্দন দাস, চেয়ারম্যান তপন কুমার সাহা, সম্পাদক প্রবীর সাহা, বিশিষ্ট সমাজসেবী তপন দাস। বিধায়ক সুশান্ত দেব কে পুষ্পস্তবক এবং এবং সম্মান স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নিত্য পরিবেশন করেন। বিধায়ক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে স্থানীয় জনগণের উপস্থিত ছিল লক্ষণীয়। বিধায়ক সুশান্ত দেব বলেন এই সংস্থা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে জনহিতে কাজ করছে। দূর্গা পুজা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক কর্মাকান্ডে যুক্ত রয়েছে তরুণ সংঘ। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে শ্রেষ্ঠ বিশালগড় গড়া হবে। প্রতিটি সংগঠন এবং ব্যাক্তির পরামর্শ নিয়ে কাজ করা হবে।

You may also like

Leave a Comment