উদয়পুর প্রতিনিধি
বাস গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু । মৃত বাইক চালকের নাম বাপি বৈদ্য , বয়স ২৭ বছর, পেশায় অ্যাম্বুলেন্স চালক । বাড়ি উদয়পুর খিলপাড়া এলাকায়। ঘটনা বুধবার রাতে জামজুরি সুইজগেইট এলাকায় । জানা যায় , বুধবার রাতে বাপি বৈদ্য নিজের মোটর বাইক নিয়ে পালাটানা ওটিপিসিতে রওনা দিয়েছিলো । এলাকা সূত্রের খবর , তখন কাকরাবনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস খুবই দ্রুত গতিতে জামজুরির দিকে যাচ্ছিলো । তখন হঠাৎ সুইজগেইট এলাকায় বাস গাড়িটি বাক নিতে গিয়ে মোটর বাইকে সজোরে ধাক্কা দেয় । দুর্ঘটনার সাথে সাথেই সড়কে লুটিয়ে পড়ে বাইক চালক বাপি । এই ঘটনা দেখতে পেয়ে পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় উদয়পুর দমকল দপ্তরে । কিন্তু ততক্ষণে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দেয় । পরে দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাপিকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । হাসপাতালে বাইক চালক বাপিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে । এই মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে । পরে ঘটনার খবর পেয়ে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার নেতৃত্বরা হাসপাতালে ছুটে যায় । মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে । গোটা ঘটনায় খিলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে ।