উদয়পুর প্রতিনিধি
গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর কেবিআই ময়দানে দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন গোমতী জেলা শাসক গোভেকার ময়ূর রতিলাল। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের জেলার উচ্চপদস্থ আধিকারিকরা । জাতীয় পতাকা উত্তোলন শেষে কোচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক । পরে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল বলেন , সংবিধানকে সবার উপরে তুলে ধরে তিনি প্রান্তিক এবং দুর্বল শ্রেণির মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিশদ বিবরণ দিয়েছেন তাঁর বক্তৃতায়। পাশাপাশি জানিয়েছেন, আন্তর্জাতিক সমৃদ্ধির ক্ষেত্রে ভারত যে সম্মান অর্জন করেছে, তারই ফলস্বরূপ ভারতের নতুন সুযোগ ও দায়িত্ব মিলেছে। যেমন জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত। বিশ্ব মঞ্চে ভারত যে সম্মান অর্জন করেছে, তার ফলে দেশের সামনে নতুন সুযোগ এবং দায়িত্ব মিলেছে। যেমন আপনারা সবাই জানেন, এই বছর জি ২০ সংগঠনের সভাপতিত্ব করছে ভারত। বিশ্ববন্ধুত্বের প্রশ্নে নিজেদের আদর্শ অনুযায়ী আমরা সবার শান্তি এবং সমৃদ্ধির পক্ষপাতী। জেলাশাসকের ভাষণ শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য অনুষ্ঠান । এছাড়া জুডু ও জিমনাস্টিকের প্রদর্শনীয় দেখানো হয় । পরে কুচকাওয়াজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের দেওয়া হয় পুরস্কার । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কেবিআই ময়দানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে ।