প্রতিনিধি, বিশালগড় , ।। চড়িলামে কৃষক সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার
চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম এবং ছেচুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রকল্পের বেনিফিসারিদের সাথে মতবিনিময় করেন তিনি। এলাকার কৃষকরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান আরোগ্য যোজনার সুবিধার পেয়েছেন কিনা সেই বিষয়ে কথা বলেন। কৃষকেরা সাংসদকে জানান এই আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হয়নি। পাশাপাশি সৌরশক্তি চালিত পিএম কুসুম প্রকল্প যে সমস্ত কৃষকরা সেচ প্রকল্প পেয়েছেন সেই কৃষকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার দেব। কৃষি জমিতে গিয়ে তিন লাখ টাকায় বসানো জলসেচ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। কৃষকেরা জানান একসময় শুধু এক ফসল করতে পারতেন। সৌর চালিত সেচ প্রকল্পের সুবিধা পাওয়ায় বর্তমানে ধান চাষের পাশাপাশি সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প গুলো নিয়ে মতবিনিময় করেন সাংসদ বিপ্লব দেব। বিশেষ করে সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করায় ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে চাষীদের। তাছাড়া বীজ সার ঔষধ বিনামূল্যে এবং ট্রাক্টর সহ কৃষি যন্ত্রপাতি ভর্তুকীতে প্রদান করায় উপকৃত হয়েছে কৃষকরা ।
চড়িলামে চাষীদের সঙ্গে মতবিনিময় করেন বিপ্লব
53