প্রতিনিধি, উদয়পুর :- একদিকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিটি সময় রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের নামে শ্লোগান দিয়ে বেড়াচ্ছে অন্যদিকে শাসক দল বিজেপিতে যোগ দিচ্ছে বিরোধী ভোটাররা । একসময়ের সিপিএমের দুর্গ খুপিলং বাজার এলাকায় এবার ভাঙ্গন দাঁড়ালো শাসক দল । ৩০ বাগমা মন্ডলের ১৫ নং বুথে এক সভার মধ্য দিয়ে সাত পরিবারের ২৫ জন ভোটার বাম দল ত্যাগ করে যোগ দেয় বিজেপিতে। এদিনের যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন , বর্তমান রাজ্য সরকার এর রাজ্যে বিভিন্ন জাতি উপজাতি বিধানসভা কেন্দ্র গুলিতে কাজ করে চলেছে । কিন্তু বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে এক অস্থির পরিবেশ সবসময় গড়ে তোলার জন্য প্রতিটি সময় সচেষ্ট ভূমিকা পালন করছে। শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ করে চলেছে বিরোধী রাজনৈতিক দল। রাজ্য সরকার গ্রামীণ পঞ্চায়েতের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কাজগুলি দ্রুত সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ শুরু করেছে। এই উন্নয়নের ধারাকে দেখতে পেয়ে বিরোধী ভোটাররা বর্তমান সরকারের সাথে যুক্ত হওয়ার জন্য সামনে থেকে এগিয়ে আসছে । তাই খুপিলং বাজারে এলাকায় এই রাজনৈতিক সভায় যোগ দিয়েছে সাত বাম পরিবারের ২৫ জন ভোটার। বললেন বিধায়ক রামপদ জমাতিয়া। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক।
81
previous post