416
প্রতিনিধি, উদয়পুর :-নবারুণ ক্লাবের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় , পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার , বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস , এছাড়া ছিলেন ক্লাব সম্পাদক দিলীপ বিশ্বাস সহ প্রমূখ । এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। উল্লেখ্য, নবারুন ক্লাব প্রত্যেক বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে এবং এই বছরও ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে। রক্তদান শিবিরের মোট ৩২জন রক্ত দাতা অংশগ্রহণ করে ।