Home » অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক, দ্রুত মেরামতে স্বস্তি

অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক, দ্রুত মেরামতে স্বস্তি

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া।২৫এপ্রিল।পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে নির্বাচনের আগের দিন সন্ধ্যা রাতে চারিদিকে নিস্তব্ধতার মাঝে হঠাৎই আতঙ্কের পরিবেশ তৈরি হয় তেলিয়ামুড়ার গামাইবাড়ি ও তার আশপাশ এলাকাতে।চারিদিকে অ্যামোনিয়া গ্যাসের গন্ধে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছুটে পালায়। দমকল কর্মীদের তৎপরতায় অ্যামোনিয়া গ্যাস লিকের জায়গাটি সারাই করার পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তেলিয়ামুড়া কৃষি মহকুমা দপ্তরের নিয়ন্ত্রণাধীন কোল্ড স্টরেজটি রয়েছে গামাই বাড়িতে। সরকারি কোল্ড স্টোরের সিলিন্ডার লিক করে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় দমকল বাহিনীর তৎপরতায় লিক হওয়া গ্যাস বন্ধ হওয়ায় জনমনে স্বস্তির পরিবেশ ফিরে আসে। কোল্ড স্টোরেজ এর জনৈক কর্মচারী জানান আজ সন্ধানাগাত আচমকা ওই কোল্ড স্টোরেজ এর একটি পাইপ ফেটে যাওয়াতে ই এই বিপত্তি ঘটে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের নিয়ন্ত্রণাধীন গামাইবাড়ি স্থিত কোল্ড স্টোরেজটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় এর নিকট তেলিয়ামুড়া ও তার আশপাশ এলাকার কৃষকরা দাবি জানান কোল্ড স্টোরিসটিকে পুনরায় চালু করার জন্য। কৃষকদের দাবির প্রতি সহমত করে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করার পর সম্প্রতি পুনরায় চালু করা হয়।

You may also like

Leave a Comment