প্রতিনিধি, বিশালগড়, ২৬ মার্চ।। এক অভিনব ভাবনায় অনুষ্ঠিত দোল উৎসবের সাক্ষী রইল বিশালগড়। প্রায় পাঁচ হাজার আবালবৃদ্ধবনিতা এক সঙ্গে সামিল হলেন বসন্তের উৎসবে।বিধায়ক সুশান্ত দেবের মস্তিষ্কপ্রসূত অভিনবত্বের ছোঁয়ায় নয়া ইতিহাস তৈরি হলো বিশালগড়ে। সোমবার বিশালগড় টাউন বালিকা বিদ্যালয় মাঠ হয়ে ওঠে বৃন্দাবন ধাম। রাধারাণী শ্রীকৃষ্ণের বিগ্রহ দোলনায় বসানো হয়। দুপুরে ভোগরাগ নিবেদন, বৈদিক পূজার্চনা, ভোগারতি, হরিনাম সনকীর্তন, ভক্তিগীতি সবই ছিল। ছিল কয়েকশো কেজি ভেষজ আবির। নাচে গানে মেতে ওঠে ভক্তরা। শ্রীকৃষ্ণ রাধারাণীর শ্রীচরণে আবির নিবেদন করে একে অপরের অঙ্গে প্রসাদী আবির মাখিয়ে হোলির আনন্দে মেতে ওঠে সবাই। কিছুক্ষণ হোলির আনন্দ ভাগ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এমন অভিনব সুবিশাল সমাগমে এমন হোলি উৎসব অতীতে কখনো হয়নি বিশালগড়ে। এবারই তৈরি হলো নতুন ইতিহাস। এছাড়া বিশালগড় আনন্দমার্গ স্কুলে আয়োজিত বসন্ত উৎসবে সমাজের বিভিন্ন অংশের নাগরিক অংশ নেন। বিশালগড় পূর্ন গোসাই আশ্রমে এবারও দোলের আনন্দে মেতে ওঠে ভক্তরা।
116